যেমন দেখেছি...

যেমন দেখেছি প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীযুক্ত শ্রীমন্ত সরকার স্যার সম্পর্কে কিছু লিখার ধৃষ্টতা আমার নেই। উনার এক প্রাক্তন ছাত্র হিসাবে তাহার সম্পর্কে কিছু লিখার চেষ্টা করছি। আমার যতটুকু মনে আছে আমি ওনাকে সপ্তম শ্রেণী থেকে পেয়েছিলাম। তখন কার দিনে ছাত্র-ছাত্রীর সংখ্যাও কম ছিল। সে সময় সংখ্যাটা বেশি ২৬০ বা ৩০০ জন হবে। তিনি প্রায় সকল ছাত্র-ছাত্রীকে এমন কি তাদের পিতা-মাতাকেও চিনতেন। এমনই প্রখর ছিল উনার স্মৃতি শক্তি। আমাদেরই তিনি নিয়মিত শিক্ষক ছিলেন না। মাঝেমধ্যে আমাদের ভূগোল শিক্ষক স্বর্গীয় অবন্তীকুমার ধর মহাশয়ের অনুপস্থিতে আমাদের ক্লাসে আসতেন। কেহ ভূচিত্রাবলী না নিয়ে আসলে তিনি চটে যেতেন। ভূচিত্রাবলীর সঙ্গে ভূগোল শিক্ষা দানের যে একটা প্র্যাকটিক্যাল সম্পর্ক আছে সেটা তিনি সকল ছাত্র-ছাত্রীকে বুঝিয়ে দিতেন। তিনি বলতেন One should have the practical knowledge along with the theoretical one. বাস্তবিক অর্থেই তিনি একজন প্রাকটিক্যাল মানুষ ছিলেন। স্কুল পরিচালনার ক্ষেত্রে তিনি একজন দক্ষ প্রশাসক ছিলেন। স্কুলের শিক্ষক-শিক্ষিকা এমন কি ছাত্রছাত্রীদের প্রতি ও তাহার আন্তরিকতার পরিচয় পাওয়া যায়। তিনি একজন প্রকৃতি প্রেমিকও ছিলেন। স্কুলে চারপাশে বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে উনার প্রকৃতি প্রেমের নিদর্শন পাওয়া যায়। একজন কর্তব্য নিষ্ঠ, শৃঙ্খলা পরায়ন, আদর্শ শিক্ষক ছিলেন বলেই আজ তাহার ছাত্র-ছাত্রীরা জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পেরেছে। তিনি নৈতিকতায় আদর্শে তাহাদিগকে অনুপ্রাণিত করতে পেরেছিলেন। উনি দীর্ঘ জীবন লাভ করুন ঈশ্বরের নিকট এইটুকুই প্রার্থনা রইল। নিশিকান্ত দেব।

Comments

Popular posts from this blog

A Tree Full of Fruits

An Excellent Teacher and Administrator