শ্রীমন্ত সরকার - একজন আদর্শ ও বহুমুখী প্রতিভা

 শ্রীমন্ত সরকার মাস্টার মশাইকে আমরা খারুপেটীয়া শৈলবালা উচ্চ ইংরেজি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে পেয়েছিলাম। তাঁর কাছে বিদ্যালয়ের প্রাধান্য নিজের বাড়ী থেকেও বেশি ছিল। দক্ষতা এবং জ্ঞানের প্রাচুর্যে তিনি ভরপুর ছিলেন। ইংরাজীর ওপর তাঁর অসম্ভব দখল ছিল। একদিন ইংরেজি ক্লাসের সহ শিক্ষকের অনুপস্থিতিতে তিনি আমাদের ক্লাস নিতে আসেন। 'Jack and Jill went up the hill to fetch a pail of water' নামের নার্সারী রাইমের fetch শব্দটির অর্থ বিশ্লেষণ করে তিনি বলেছিলেন যে Bring আর Fetch দুটো শব্দেরই অর্থ আনো , কিন্তু bring বলতে বোঝায় আনো আর fetch বললে বোঝানো হয় গিয়ে আনো। পঞ্চাশ বছর আগের কথা কিন্তু এখনো মনে আছে। স্বাধীনতা দিবস, গণতন্ত্র দিবস, নেতাজীর জন্মদিন বা রবীন্দ্রজয়ন্তী ইত্যাদি স্কুলে উদযাপিত হতো। এই সব দিনে স্যারের ভাষণ ছাত্রদের উজ্জীবিত করে তুলতো। 


আরো একটা পুরোনো কথা মনে পড়ছে। ইংরেজি ১৯৭৩ সালে নতুন শিক্ষানীতি প্রবর্তিত হয় এবং আমরা নিউ কোর্সের প্রথম ব্যাচ হিসেবে ১৯৭৬ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। ওয়ার্ক এক্সপেরিয়েন্স নামের এক বিষয় নিউ কোর্সে সন্নিবিষ্ট করা হয়েছিল। যেহেতু নতুন বিষয়, না আমাদের না কোনো শিক্ষকের বিষয়টি সম্পর্কে কোনো ধারণা ছিল। হেড মাস্টার মশাই স্কুলের সামনের দিকে জায়গা ঘিরে নিয়ে ফুলবাগান করার নির্দেশ দ্যান এবং তাঁর তদারকিতে আমরা দারুন সুন্দর সূর্যমুখী ফুলের বাগান করেছিলাম। এইভাবে তিনি আমাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্সের ব্যবহারিক শিক্ষা দিয়েছিলেন। 


শ্রীমন্ত সরকার স্যার একজন আদর্শ ও বহুমুখী প্রতিভার অধিকারী সম্পন্ন শিক্ষক ছিলেন যার ফলস্বরূপ খারুপেটীয়া এবং পার্শ্ববর্তী এলাকায় তাঁর নাম ছড়িয়ে পরে এবং তিনি বহু সম্মানে ভূষিত হন। তিনি নিজের মধ্যেই এক শিক্ষা প্রতিষ্ঠান এবং জীবন্ত কিংবদন্তি। তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থের প্রার্থনা করি।

Comments

Popular posts from this blog

A Tree Full of Fruits

An Excellent Teacher and Administrator