দশ জনের একজন - আমার বড় জেঠু
আমার বড় জেঠু দশ জনের একজন বললেও ভুল হবে না। ওনার গুন ও জ্ঞানের কথা বলে শেষ করা যাবে না। উনি সর্বদা আমাদের মাঝে এরকম একটা পরিবেশ তৈরি করতো আমার মানে,আমাদের ভাই-বোন সবাই যেন একটা বন্ধনের মধ্যে থাকতে পারি। সবাই যেন সৎপথে পরিচালিত হৈ সেই চেষ্টা করেছেন। উনি আমাদের গ্রামের বাড়ী ছেড়ে চলে গেছে যদিও মনে হয় সর্বদা আমাদের পাশে থাকতো। ওনার আদর্শ ছিল যেন একটা জ্বলন্ত প্রদীপ,যে প্রদীপ শুধু আমাদের আলো ছড়িয়ে দিয়ে গেছে। চাকরি সুত্রে উনি গৌহাটি চলে গেলেও সর্বদা আমাদের পড়া - শোনার প্রতি নজর রাখতেন। একটা কথা না বললেই নয় অমি যে বৎসর মাধ্যমিক পরীক্ষা দিয়েছি উনি চাকরি জীবনের সকল ব্যস্ততার মাঝেও আমাকে পড়াতে গ্রামের বাড়ী আসতেন।আমি বালিকা থেকে শুরু করে আজ অবধি অনেক অনুসরণ করার চেষ্টা করে যাচ্ছি ।আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন সর্বদা উনাকে দীর্ঘায়ু দিয়ে আমাদের কৃতার্থ করে।ইতি। কলমে। প্রনামিকা সরকার (দুলু)
Comments
Post a Comment